বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও বন্যা দুর্গতদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলায় বন্যার্তদের জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. রহমতুল্লাহ, সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদা বেগমসহ সেনাবাহিনীর কর্মকর্তা ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ৬ জনের চিকিৎসার খোঁজখবর নেন উপদেষ্টা এম সাখাওয়াত। পরে তিনি বন্যার কারণে অসুস্থ হয়ে পড়াদের খোঁজখবর নেন। এসময় শিশু ও গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের হেলথ কেয়ার প্রজেক্ট কনসালটেন্ট ডা. রেহানা খানমের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিদল বন্যায় অসুস্থদের চিকিৎসা সেবা দেন।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নিজ উদ্যোগ এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশন, পিএসও, এস এস গ্রুপ ও অন্যান্য সংগঠনের সহায়তায় বন্যার্তদের মাঝে প্রায় ৭০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক হাজার প্যাকেট গুঁড়া দুধ, চকলেট, ম্যাঙ্গো বার, বিস্কুট, চিপস, ও চানাচুর বিতরণ করা হয়েছে।