গত ২৯ এপ্রিল হতে ২ মে পর্যন্ত ডমিনিকান রিপাবলিক এর পুন্টাকানায় ICaO Global Implementation Support Symposium (GISS)- 2024 অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য বিষয় ছিল – “Optimizing Aviation Capacity ; Strategic for Safe Skies ; Sustainable Future.” যার মাধ্যমে ICAO তার সদস্য রাষ্ট্রের সিভিল এভিয়েশনের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ আকাশ ভ্রমণ নিশ্চিত করার জন্য অংগিকারাবদ্ধ।
চার দিনব্যাপী অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান (Air Vice Marshal M Mafidur Rahman) এর নেতৃত্বে সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন এয়ার কমডোর শাহ কাওছার আহমেদ চৌধুরী ও পরিচালক সিভিল এভিয়েশন একাডেমি জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী অংশগ্রহণ করেন।
সিম্পোজিয়ামে ICAO সদস্যভুক্ত ২০ টি দেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, প্রায় শতাধিক দেশের সিভিল এভিয়েশন এর সংস্থার প্রধান নির্বাহীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য এ সিম্পোজিয়াম এ বিভিন্ন দেশের সিভিল এভিয়েশন মন্ত্রীবর্গের সমন্বয়ে অনুষ্ঠিত Round Table বৈঠকে “Building Capacity to Achieve on Effective and Sustainable Air Transportation System for Future.” – বিষয়ক আলোচনা ও সদস্য রাষ্ট্রের করণীয় নির্ধারণ করা হয়। এছাড়া, ৪ দিনের এ সিম্পোজিয়াম এ ৭ টি প্যানেল সভা, ৩০ টির অধিক দ্বিপাক্ষিক সভা, Trairair Plus এর ICAO ট্রেনিং বিষয়ক দুটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বর্ণিত সিম্পোজিয়াম এর প্রথম দিনে ICAO Trainair Plus সদস্যভুক্ত বাষ্ট্রের সিভিল এভিয়েশন ট্রেনিং সংস্থাসমূহের Steering Committee Meeting- ICAO ISD Qualified Instructor, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের Training Needs কাের্স সিডিউল, Global Aviation Skill gap, এভিয়েশন সেক্টরে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, Artificial Intelligent (AI)-এ ব্যবহার ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
High Level Panel Discussion-এ বিশ্বব্যাপী Aviation 3 Tourism ইন্ডাস্ট্রীজের ব্যাপ্তি বাড়ানোর জন্য ICAO-এর বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে কর্মসূচী আলোচনা হয়। যার মধ্যে নিম্নোক্ত বিষয়সমূহ উল্লেখযোগ্য –
01. Safety Integrating Advanced Air Mobility into existing aviation framework.
02. Building Resilient aviation system in face of crisis,
03. Exploring Air Transport Impacts of Emerging Technologies in Aviation Training,
04. Safe guarding the skies-deep dive into aviation Cyber security,
05. Future Ready aviation work force; Embracing Mobility & Ability,
06. Building the future of Airports innovation and sustainability,
07. Deep dive into the strategic architecture of ICAO’s Finevest Hub,
08. Scaling up Global Collaboration; Enhancing Capacity for LTAG Implementation.
সিম্পোজিয়াম এ ICAO Secretary General এর সংগে এক সৌজন্য সাক্ষাতে বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, হোয়ান কার্লোস সালাজার (Juan Carlos Salazar)-কে দ্বিতীয় মেয়াদে ICAO-এর Secretary General হিসেবে পুন:নিয়োগ পাওয়ায় বাংলাদেশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন জানান। উল্লেখ্য, ICAO Secretary General বাংলাদেশে সিভিল এভিয়েশন কার্যক্রমের কলেবর বৃদ্ধি ও নিরাপদ যাত্রী সেবায় গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন . এবং বাংলাদেশের প্রতি ICAO সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। বেবিচক চেয়ারম্যান, Dominican Republic এর Civil Aviation এর Director General সহ অন্যান্য কয়েকটি দেশের সিভিল এভিয়েশন প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও দিপাক্খিক সহযোগিতা, আকাশ যোগাযোগ উন্নয়ন ও ভবিষ্যতে ICAO Council এ বাংলাদেশের সদস্য পদ লাভে বন্ধু প্রতিম রাষ্ট্র সমূহের সমর্থন লাভের বিষয়ে আলোচনা করেন।
ICAO এর এই আয়োজন, বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল।
উল্লেখ্য, ICAO এর Technical Cooperation Bureau (TCB) পুর্নগঠিত হয়ে Capacity Development & Implemention (CDI)-এ রূপান্তরের প্রেক্ষিতে বেবিচক ও ICAO এর মধ্যে বিদ্যমান ICAO Secretary General Management Service Agreement (MSA)-এর পুন:স্বাক্ষরিত হয়। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান ও ICAO এর Secretary General জুয়ান কার্লোস সালাজার উক্ত MSA স্বাক্ষর করেন।
উক্ত Symporium-এ সিভিল এভিয়েশন একাডেমির উন্নয়নকল্পে ICAO এর Global Aviation Training (GAT)-এর সংগে বেবিচকের বিস্তারিত আলোচনা হয়। প্রথমবারের মত বাংলাদেশ হতে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী ICAO ISD Certified Instructor-সনদ লাভ করেন। ICAO GAT এর প্রধান Ms. Laura Camastra এ সনদ প্রদান করেন। এর ফলে বাংলাদেশী প্রশিক্ষক দেশে-বিদেশে ICAO প্রণীত আন্তর্জাতিক Aviation Training প্রদানের যোগ্যতা অর্জন করলো।
উল্লেখ্য, সিম্পোজিয়াম এ সাইড মিটিং-এ বেবিচকের Flight Safety Oversight কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও ICAO Standard বজায় রাখার জন্য ICAO এর CDI-এর সংগে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য উভয় পক্ষ সম্মত হয়। বেবিচকের Safety Oversight কার্যক্রমে নিয়োজিত Inspector-দের কর্মদক্ষতা ও মানোন্নয়নে ICAO বিভিন্ন দিক নির্দেশনা ও প্রদক্ষেপ গ্রহণের কর্মসূচীও প্রদান করে।
আধুনিক ও প্রযুক্তি নির্ভর এভিয়েশন খাতের দক্ষ ও কারিগরী জ্ঞানসম্পন্ন জনবল তৈরীতে সিভিল এভিয়েশন একাডেমি গত দুই বছরেরও বেশী সময় ধরে ICAO এর সক্রিয় সহযোগিতায় প্রশিক্ষণের মানোন্নয়নে কাজ করে চলেছে। সিভিল এভিয়েশন একাডেমির কার্যক্রম ICAO মানদণ্ড বজায় রেখে পরিচালিত হওয়ায় ICAO এর পক্ষ হতে সিভিল এভিয়েশন একাডেমিকে প্রাথমিক তথা Bronze ক্যাটাগরি হতে Silver ক্যাটাগরিতে উন্নীত করেছে। ১লা মে ২০২৪-এ Symposium-এ এক জাঁকজমক অনুষ্ঠানে ICAO এর President এবং Secretary General সিভিল এভিয়েশন একাডেমির ICAO Trainair plus Silver পদক বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান এর নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য, বাংলাদেশের এভিয়েশন পরিমণ্ডলে কারিগরী জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে সিভিল এভিয়েশন একাডেমির ICAO Trainer plus Silver পদক এভিয়েশন প্রশিক্ষণ খাতে বেবিচকের এক গৌরবময় অধ্যায়ের সূচনা করলো।