পটুয়াখালীতে প্রকল্প পরিচিতি এবং স্বাস্থ্য কার্ড (রেড কার্ড) বিতরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের নবাবপাড়ায় আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিস ডেরিভারী প্রজেক্ট ২য় পর্যায় স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতায় পটুয়াখালী পৌরসভার বাস্তবায়নে ৩০টি সেবার মাধ্যমে নগর মাতৃসদন এর উদ্বোধন করা হয়। সোমবার সকালে পৌরশহরে অবস্থিত নগর মাতৃসনদ ও নগর স্বাস্থ্য কেন্দ্র আরবান প্রাইমারী হেল্থ্ সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট- পর্যায় স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম, জনাব সাইদুল ইসলাম বিপিএম,পিপিএম পুলিশ সুপার পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মন্নান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী, জনাব গোলাম সরোয়ার চেয়ারম্যান উপজেলা পরিষদ পটুয়াখালী সদর পটুয়াখালী, জনাব এস এম মোস্তাফিজুর রহমান নির্বাহী পরিচালক উন্নয়ন । অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি তার সফর সঙ্গীদের নিয়ে নগর মাতৃসনদের কেন্দ্র গুরে দেখেন । পরে সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে অন্যানদের মধ্যে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়তুর রহমানের এক প্রশ্নর উত্তরে প্রধান অতিথি বলেন ভবিষ্যতে নগর মাতৃসনদ ও নগর স্বাস্থ্য কেন্দ্র আরবান প্রাইমারী হেল্থ্ সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের মাধ্যমে আরও প্রসারিত করা হবে এবং আরও আধুনিকাতন করার লক্ষে কাজ করবে স্থানীয় সরকার,তবে তার জন্য স্বাধীনতা স্বপক্ষের সরকারকে আবারও নির্বাচত করতে হবে তাহলে-ই দেশ আরও উন্নতি হবে ,তাছাড়া পটুয়াখালী পৌরসভা একটি আধুনিক দৃষ্টি নন্দন পৌরসভা করার জন্য পৌর পিতা মেয়র মহিউদ্দিন আহাম্মেদকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান । অপর এক প্রশ্নের উত্তরে সচিব বলেন, পৌরসভার ব্যাক্তিগত উদ্যগে নগর মাতৃসনদের সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে যার ফলে মাতৃসনদের সকল দেখভালের কাজ পৌরসভার কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান । এ সময়ে হতদরিদ্র নারী / পুরুষের মাঝে ৩ হাজার পারিবারিক স্বাস্থ্য কার্ড (রেড কার্ড) বিতরণ করা হয়েছে। পরে উপস্তিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয় এবং পৌরসভার নতুন বভনে আগত অতিথিদের দুপুরের খাবার পরিবেশন করা হয় ।