রংপুর জেলা বদরগঞ্জ উপজেলার ১১নং গোপালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পূর্বের জমিজমা সংক্রান্তের জেরে এক অসহায় দিনমজুরের শয়নকক্ষ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ প্রভাবশালী আব্দুল আজিজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (২৩আগষ্ট)মধ্যরাতে গোপালপুর ঠাটারীপাড়া গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় অসহায় দিন মজুর ছাদেক আলী ও তার স্ত্রী লেবুজা খাতুন গুরুত্বর আহত হয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।ছাদেক আলীর পরিবারের লোকজন সাংবাদিকদের জানান ঐঘরে আমার চাচা চাচী ঘুমিয়ে ছিল। আজিজ ও তার ছেলে চাচা চাচীকে পুড়িয়ে মারার উদ্দেশ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। কারণ ওরা কালকে আমাদের করা মামলায় জামিন নিয়ে কোর্ট চত্বরে আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এবং রাতেই আমাদের বাসায় আগুন লাগিয়ে দেয়। এদিকে আবদুল আজিজের স্ত্রী ও মেয়ের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে বলেন, আমাদের বাসার ভিতরে নাকি তারা জায়গা পায়। সে জন্য বাকবিতন্ডায় লিপ্ত হয়ে মারামারি হয়। সেই মারামারিতে দুই পরিবারে দুইটা মামলা হয়েছে।আমাদের গতকাল জামিন হয়েছে এটা তারা মেনে নিতে পারে নাই তাই নতুন করে আমাদেরকে ফাঁসানোর জন্য আমাদের দোষ দিচ্ছে। এবিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।