মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার, ঘর নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছ্।ফাঁকা জায়গায় মনোরম পরিবেশে লাল টিনের ছাউনিতে দৃশ্যমান ঘরগুলো দেখতে সুন্দর এবং এইসব বাড়ী দেখে ভূমিহীন পরিবারগুলোর মনের আনন্দ যেন ধরে না। উপজেলা প্রশাসন সুত্র জানিয়েছে, ৩৮ টি ঘর নির্মান কাজ শেষ হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগষ্ট সুবিধাভোগীদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর আওয়াতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভুমিহীন ও গৃহহীন পরিবারের স্বপ্ন পুরনের ঘর নির্মান হয়েছে। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে শেষ হয়েছে ঘর নির্মানের কাজ। গৃহহীনদের চোখেমুখে একটাই স্বপ্ন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন ঘরের মালিক হতে যাচ্ছেন। শুরু করতে যাচ্ছেন শান্তিতে বসবাসের নতুন জীবন। যা তাদের কাছে স্বপ্নের মতো। গৃহহীন মানুষগুলোর মুখে ফুটে উঠছে হাসির ঝিলিক। সুবিধাভোগীরা বিনামূল্যে মাথাগোঁজার এই পাকা ঘর পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলি। তারা প্রান ভরে দোয়া করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, আজ ৯ আগষ্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাভোগীদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে সকল গৃহহীনকেই করে দেয়া হবে বাসগৃহ এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা।
যারা ঘর পাচ্ছেন তাদের অনেকেই অনেক পেশার সাথে যুক্ত আছেন। কিন্তু তাদের ভূমি ছিল না। ঘর ছিল না। তারা অসহায়ভাবে জীবন যাপন করতেন। পরবর্তীতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ঋণ প্রদানসহ বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার সব সময় তাদের পাশে থাকবে।