র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিচ্ছিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ০৮ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৮:০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যের ২০ (বিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। সুপন বড়ুয়া (২৯), পিতা-মৃত দুলাল বড়ুয়া, সাং-আব্দুল্লাহ্পুর, দক্ষিণপাড়া, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম ও ২। প্রান্ত বড়ুয়া (২০), পিতা-কল্যান বড়ুয়া, সাং-পশ্চিম আন্ধারমানিক, বড়ুয়াপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-সিটিগেইট, থানা-আকবরশাহ্, চট্টগ্রাম বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ডভ্যান জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,৩৫০/- (এক হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ০৭ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৫:২০ ঘটিকায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৯,১৭,০০০/- (উনিশ লক্ষ সতেরো হাজার) টাকা মূল্যের ৬,৩৯০ (ছয় হাজার তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ হাবিবুর বাশার @সুমন শেখ (৩৮), পিতা- মোঃ মালেক শেখ, সাং- শিবরামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর ও ২। মোঃ তুহিন শেখ (৩০), পিতা- মৃত রহমান শেখ, সাং- জ্ঞানদিয়া, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ইজি-বাইক জব্দ এবং ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৮,১৯০/- (আট হাজার একশত নব্বই) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ী ও ফরিদপুরের কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।