বাংলাদেশে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে প্রায় ৪৮০ টি। এর মধ্যে রংপুর বিভাগে ১৫টি ও রংপুরে ০৮ টি। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে হতে বেড ও কোয়ালিটির উপর ভিত্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (চিকিৎসা ও পুনর্বাসন অধিশাখা) সুরক্ষা সেবা বিভাগের মাধ্যমে বাংলাদেশ সরকার সারাদেশে মোট ৮২টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে আর্থিক অনুদান প্রদান করেন, এতে রংপুর বিভাগের দুটি-স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও জীবনের আলো মাদকাসক্তি ও মানসিক নিরাময় কেন্দ্র। অপরদিকে বেড ও কোয়ালিটির উপর ভিত্তি করে দেশের সব্বোচ্চ আর্থিক অনুদান পেয়েছেন রংপুরের স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকার মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম উন্নত করার লক্ষে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আর্থিক অনুদান কার্যক্রম পরিচালনা করে থাকেন এ উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গুলোন হতে দরখাস্ত আহবান করা হয়। বেড ও কোয়ালিটির উপর ভিত্তি করে কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে আর্থিক অনুদানের জন্য সুপারিশ করা হয়, যা পরবর্তীতে মন্ত্রণালয়ে পাশ হলে আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। এতে সারাদেশে ৮২টি, এর মধ্যে রংপুর বিভাগে ২টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র অনুদান পেয়েছে। আর্থিক অনুদানের চেক ১৬ মে মঙ্গলবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারুল কাদির মাসুম ও জীবনের আলো মাদকাসক্তি ও মানসিক নিরাময় কেন্দ্রের পরিচালক একেএম মিজানুর রহমান (রিপু)’র হাতে চেক হস্তান্তর করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন (উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্ব) উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে জীবনের আলো মাদকাসক্তি ও মানসিক নিরাময় কেন্দ্রের পরিচালক রিপু বলেন, আমি সরকারি আর্থিক অনুদান পেয়ে খুবই আনন্দিত, এটা আমার আওতাভূক্ত সকল স্টাফের কর্মের ফল। আর্থিক অনুদান আমার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উন্নয়নের জন্য খরচ করব। অনুদান পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রশাসন ও এ কাজে সংশ্লিষ্ট সকল প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারুরো কাদির মাসুম বলেন, ৪ বছর থেকে নিরাময় কেন্দ্রের অনুদান দিচ্ছে সরকার, আমার প্রতিষ্ঠান এবারসহ দুবার আর্থিক অনুদান পেয়েছে ও সব্বোচ্চ অনুদান পেয়েছে। এতে আমি গর্বিত, প্রতিষ্ঠানের আওতাধীন সকল কর্মকর্তা কর্মচারীর সহযোগীতায় এটা সম্ভব হয়েছে, তাই আনন্দ সবার। অনুদান পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানাই। এই অর্থ সম্পূর্ণ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যয় করা হবে। এ ব্যপারে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন বলেন, আমরা সকাল নিরাময় কেন্দ্র হতে আবেদন চেয়েছি, আবেদন জমা নিয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করি, তারা যাচাই-বাছাই করে অনুদানের সুপারিশ করেন। এরপর অনুদান দেয়া হয়। এবার সারা দেশে ৮২টি ও রংপুর বিভাগে ২টি প্রতিষ্ঠান আর্থিক অনুদান পেয়েছে। বেড ও কোয়ালিটি ভালো থাকায় স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সব্বোচ্চ অনুদান পেয়েছে।