ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ৫ শতাধিক কৃষাণ-কৃষাণীদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।“প্রতি ইন্চি জায়গা হবে আবাদি,বৃদ্ধি পাবে দেশের সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে জেলা শহরের জোহান ড্রিম ভ্যালী পার্কে বেসরকারি উন্নয়ন সংস্থা সিও’র বিশেষ সহযোগিতায় ও এনসিসি ব্যাংক লিমিটেড’র পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। এনসিসি ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান মোহাম্মদ মামদুদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রথীন্দ্রনাথ রায়, এনসিসি ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যান আবুল বাসার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, বে-সরকারী সে”ছাসেবী মানব কল্যাণ-সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিকমনা শিল্পী বিথী।অনুষ্ঠানের সার্বিক ভাবে সহযোগিতা করেন বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও সংস্থার সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, প্রধান হিসাব রক্ষণ অফিসার মোঃ বদরুল আমীন সহ সিও সংস্থার কর্মকর্তা ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানে ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রামের ৫ শতাধিক কৃষাণ-কৃষাণীদের মাঝে ৩৫ কেজি করে রাসায়নিক সার, ৭ প্রকার ফসল ও সবজির বীজ ও ৩ প্রকার কীটনাশক বিতরণ করা হয়।অনুষ্ঠানে ১০ টি স্টল প্রদর্শন করা হয়।