ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঝিনাইদহে বঙ্গবন্ধু নাট্য উৎসব

“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন”এ পতিপাদ্যকে সামনে রেখে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহ শিশু কিশোর নাট্য দল এর আয়োজনে অংকুর ঝিনাইদহের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোর নাট্য দলের সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান শেষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন পৌর সভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাব এর সভাপতি এম রায়হান,বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মিজান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার খুলনা বিভাগের নির্বাহী সদস্য শাহিনুর আলম লিটন,বাংলাদেশ আমেরিকা কালচারাল সোসাইটি( ডুমুরিয়া উপজেলা শাখা ) সভাপতি মেজবাহুল আলম টুটুল, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক তারেক হোসেন পল্লব।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস ও শিশু কিশোর নাট্য দলের সাধারণ সম্পাদক মীর আব্দুল মান্নান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দিন ব্যাপী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষন,নাটক,গান পরিবেশন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্চায়িত হয় খান শওকত’র রচিত নাটক ‘রিদয়ে বঙ্গবন্ধু’‘শহিদ রাসেল’‘খুনি মুস্তাক’ ও ‘আমার বাড়ি টুঙ্গিপাড়া’।নাটকগুলো পরিবেশন করে অংকুর নাট্য একাডেমি,ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,ঝিনাইদহ শিশু কিশোর নাট্য দল ও হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন