বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আহব্বানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ৯টার সময় জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে প্রথমে খুলনারোড মোড়ে বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচী উদ্বোধন করেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য পরবর্তীতে পর্যায়ক্রমে সাতক্ষীরার বিভিন্ন সরকারী দপ্তর ও বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানায়। একই দিন সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুর্যালে পুষ্কমাল্য অর্পন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদ। জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, প্রশাসনিক কর্মকর্তা এম. খলিলুর রহমান সহ উক্ত দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এবং পরে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একইদিন বিকালে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জীবিত বঙ্গবন্ধুর থেকে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ভেবেছিল বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংশ করতে পেরেছে। কিš‘ জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিš‘ তাঁর আদর্শ আমাদের আজো সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম রাজনৈতিক দল। হায়াত ও সম্মানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হয় না। এসময় তিনি উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান আশিক প্রমুখ। এসময় জেলা, সদর, পৌর, ইউনিয়নসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।