রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে প্রায় ২০০ শিক্ষার্থী আহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের হাতে লাঠি ও রড দেখা যায়। এসময় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন তারা।
পরবর্তীতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে দুপুর ২টার দিকে তারা মহাসড়কটি থেকে সরে যান।
অবরোধ প্রত্যাহারের সময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক জহুরুল আনিস।
এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিক্ষোভকারী এ সময় বেশ কয়েকটি দাবি তোলেন।
তাদের দাবিগুলো হলো—শিক্ষার্থীদের ওপর হামলাকারী স্থানীয় ও পুলিশ সদস্যদের বিচার, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণে শিক্ষার্থী প্রতিনিধিত্ব নিশ্চিত করা।