বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই-২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সের স্নাতকোত্তরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বুয়েট ক্যাম্পাসে এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা কোর্সের এবং বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল আজ রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশবোর্ডে ফল প্রকাশ করা হবে। চলতি বছর মোট পরীক্ষার্থী চার হাজার দুই শত ২০ জন এবং আসন সংখ্যা এক হাজার দুই শত ৯৪ জন। এর মধ্যে মেডিসিন অনুষদে ৮২৬ জন, সার্জারি অনুষদে দুই হাজার ২৩৪ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ৩১২ জন, ডেন্টাল অনুষদে ৮০ জন, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদে ৩৫১ জন এবং শিশু অনুষদে ৪১৭ জন। এদিকে, শুক্রবার সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বেেুয়ট ক্যাম্পেোসর বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া উপাচার্য বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত এমফিল পিএসএম ও এমপিএইচ ভর্তি পরীক্ষা কার্যক্রমও পরিদর্শন করেন। এসময় উপাচার্যের সঙ্গে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিজুরজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. রণজিত রঞ্জর রায়, বেসিক সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক দেবব্রত বণিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ডা. স্বপন কুমার তাপাদার, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম, মাননীয় উপাচার্য মহোদয়ের পিএস-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, পিএস-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ।