ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পূনর্মিলনী উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ১৯৯১-৯২ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (১০ মার্চ) দিনটি উপলক্ষে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। মোট ২৫ টি ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালীটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালীশেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী, অধ্যাপক ড. শাহিনুর রহমান, অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সৈয়দ এ কে মনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের ১৯৯৮-৯৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী শিলু রয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘অ্যালামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ।’
তিনি আরো বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকেই অসংখ্য শিক্ষার্থী পাস করে বেরিয়ে গেছেন যারা স্ব স্ব জ্ঞান দিয়ে সমাজ, রাষ্ট্রের উন্নয়নে অবদান রেখে চলেছেন এভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হবে।’
এসময় তিনি সকল অ্যালামনাইকে একটি প্লাটফরমে নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই বিশেষভাবে অনুরোধ জানান। তার মতে অ্যালামনাইদের সফলতা বিভাগের সফলতা, তারপর এটি পুরো বিশ্ববিদ্যালয়ের সফলতা।