জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শূন্য আসন পূরণে জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম হতে সপ্তম মেধা তালিকায়, বিষয় বরাদ্দ পেয়েও নানাবিধ কারণে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারেনি, তাদেরকেও আবেদন করার সুযোগ দেয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘এ’ ইউনিটের আসন ফাঁকা রয়েছে ২৪১ টি, ‘বি’ ইউনিটে ফাঁকা ৪১ টি, ‘সি’ ইউনিটের ফাঁকা ২ টি আসন। এক্ষেত্রে ‘এ’ ইউনিটে ১০০০০ পর্যন্ত, ‘বি’ ইউনিটে ৩০০০ ‘সি’ ইউনিটে ১১০০ সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে A, B এবং C ইউনিটে ৭ম মেধা তালিকা থেকে ভর্তির পর ইনস্টিটিউট/বিভাগে বিদ্যমান শূন্য আসনসমূহ মেধাক্রমের ভিত্তিতে পূরণের লক্ষ্যে ভর্তির তালিকা প্রণয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://admission.jnu.ac.bd-এ শিক্ষার্থীদের নিজ নিজ প্যানেলে লগইন করে আবেদন করতে হবে। ১৭ জানুয়ারি ভর্তির তালিকা প্রকাশ করা হবে। ১৮ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত নতুন ভাবে বিষয় বরাদ্দ পাওয়া শিক্ষার্থীরা অনলাইনে মোট ভর্তি ফি জমা দিয়ে সরাসরি সংশ্লিষ্ট বিভাগ ও ডীন অফিসে সনদপত্রাদি জমা দিয়ে এবং যারা ইতোমধ্যে GST গুচ্ছের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে তারা অনলাইনে অবশিষ্ট ভর্তি ফি জমা দিয়ে পূর্বে জমাকৃত ভর্তি ফির Acknowledgement Slip সরাসরি সংশ্লিষ্ট বিভাগ এবং ডীন অফিসে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করবে।
প্রথম হতে সপ্তম মেধা তালিকায় বিষয় বরাদ্দ পেয়েও নানাবিধ কারণে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারেনি, তারাও আবেদন করতে পারবে। আবেদনকারী শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেয়া হবে।