টাঙ্গাইল জেলা এনজিও আশা প্রতি বছরের ন্যায় এ বছরও শীতার্তদের মাঝে বিতরণের জন্য ৪৩০টি কম্বল টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন। মঙ্গলবার দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ কম্বল গ্রহন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আশার ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ সাজেদুল ইসলাম চৌধুরী, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. আবেদ আলী, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আনোয়ার হোসেন, আর এম মোঃ আব্দুল হাকিম, ব্রাঞ্চ ম্যানেজার টাঙ্গাইল সদর-১ শহীদুল্লাহ কায়ছার, আশা এম এস এম ই ম্যানেজার মো. রফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ২৮ বছর যাবত প্রকাশিত সাপ্তাহিক ইনতিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এবিএম আব্দুল হাই, ইনতিজার পত্রিকার আইন বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ এলএলবি, ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ ও আশার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য আশা এনজিও প্রতিবছর দেশের প্রায় প্রতিটি জেলাতে শীতকালে শীতার্তদের জন্য আর্ত মানবতায় সেবায় কম্বল বিতরণ করে থাকে।