ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। দিনক্ষণের ঘোষণা না এলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুখিয়ে আছে বিএনপি। সরাইল-আশুগঞ্জ সংসদীয় আসনে মাঠে তৎপর বিএনপির প্রায় ৬ জন মনোনয়ন প্রত্যাশী। তারা নিয়মিত যোগাযোগ রাখছেন নেতাকর্মীদের সঙ্গে, নানা কর্মসূচিতে যোগ দিচ্ছেন এরই মধ্যে এ আসনের জন্য জামায়াত, স্থানীয়ভাবে জাতীয় পার্টিরও কয়েকজন নির্বাচনি প্রস্তুতি শুরু করেছেন। তবে খোঁজ নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের। একের পর এক মামলার চাপ আর গ্রেফতার আতঙ্কে লাপাত্তা তারা। বিভিন্ন এলাকা ঘুরে ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।ব্রাহ্মণবাড়িয়া-২,আসনে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনি কর্মকাণ্ড শুরু করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার রুমিন ফারহানা।সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু এ আসনে আরও মাঠে রয়েছেন-উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাবেক ভাইস প্রেসিডেন্ট জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য,শেখ মোহাম্মদ শামীম।বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি মহা সচিব এস এন তরুন দে, সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জেলা বিএনপি সদস্য,আহসান উদ্দিন খান শিপন।বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভাইস প্রেসিডেন্ট জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি সদস্য জাতীয় নির্বাহী কমিটি , শেখ মোহাম্মদ শামীম এ প্রতিনিধিকে বলেন,আমি দীর্ঘ ৩৫ বৎসর যাবৎ জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী হিসাবে তৃণমূল হতে শুরু করে কেন্দ্র পর্যন্ত রাজনীতি করে আসছি ।ব্রাহ্মন বাড়ীর-২ সরাইল আশুগঞ্জে প্রতিটি নেতা কর্মী ও জনসাধারণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছি। তিনি আরও বলেন,দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম।দলের জন্য বহুবার জেল খেটেছি ও নির্যাতিত হয়েছি।ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম।আমার বিশ্বাস বিএনপির রাজনীতিতে আমার ত্যাগ ও কমিটমেন্ট বিবেচনায় দল আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করিবেন। সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, ইতোমধ্যে সরাইল- আশুগঞ্জ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সমর্থন পেয়েছি। এ বিষয়টি এ এলাকার মানুষের মনে আছে। এছাড়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকায় বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে মাঠে কাজ করছি। বর্তমানে ও দলের দুর্দিনও আমি মাঠ পর্যায়ে নেতা কর্মীদের পাশে ছিলাম। সামনের নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাইকমান্ড এসব বিবেচনায় নিয়ে আমাকে এ আসন থেকে মনোনয়ন দেবে বলে আশাবাদী। সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর বলেন,বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলকে আগলে ধরে রেখেছি। রাজনীতি করার কারণে বিভিন্ন সময় মামলা মোকাদ্দমা ও জেল খেটেছি। রাজনীতি জীবনে নেতা কর্মীদেরকে সাথে নিয়ে মাঠে ছিলাম মাঠে আছি। জীবনে কোন কিছু পাওয়ার আশা করিনি। শেষ বয়সে দল আমাকে মূল্যায়ন করবে বলে আশাবাদী। তিনি আরো বলেন, তবে দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে আমরা কাজ করব। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি মহাসচিবএস এন তরুন দে বলেন, দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। এখনো সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে কাজ করছি। আশা করি বিএনপি সামনে নির্বাচনে আমাকে মূল্যায়ন করবে। সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সদস্য জেলা বিএনপি,আহসান উদ্দিন খান শিপন বলেন, আমি সরাইল ও আশুগন্জের সন্তান। এই মাটি, এই সমাজ, এই এলাকার মানুষের পাশে থাকতে চাই।আমি সাধারণ মানুষের,আমি কৃষকের, শ্রমজীবি খেটে খাওয়া মানুষের ভালোবাসায় সিক্ত হতে চাই।আমি আপনাদের সন্তান, যদি পাশে রাখেন আমি কৃতার্থ হবো। আমি আশাবাদী দল আমাকে এবার মূল্যায়ন করবে। নির্বাচন যত এগিয়ে আসছে মনোনয়নপ্রত্যাশী সংখ্যা আরো বাড়তে পারে এমন মন্তব্য করেছেন অনেক নেতা কর্মীরা।