বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭৫ এর মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। সংবিধানের পঞ্চম সংশোধনিতে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না আইন করে এই মাস্টার মাইন্ডের পরিচয় দিয়েছেন। সেদিন যদি বঙ্গবন্ধু হত্যা না হত, তাহলে আরেকটি চক্র জিয়াউর রহমানকে হত্যার সাহস পেত না। ভাগ্যক্রমে ৭৫ এ শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে গিয়েছিল। তাদেরকে হত্যা করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। এর মাস্টার মাইন্ড তারেক। সেই বিএনপি মুখে বড় কথা শোভা পায় না।
বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মঙ্গলবার দুপুর আড়াই টায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু আমাদের মহাথির, আমাদের মহাবীর। ৭৫ এর ১৫ আগস্ট যার শরীর ক্ষত হয়েছিল ঘাতকের বুলেটে। জাতি সেই কলঙ্কের কথা ভুলেনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগে বসন্তের কোকিলের প্রয়োজন নেই। দলের নামে কেউ অপকর্ম করবেন না। মনে রাখবেন সাধারণ মানুষ ভয়ে আপনাদের কিছু বলে না। সাধারণ মানুষের পাশে যান।
মঙ্গলবার সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এতে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মুহিবুবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমাসহ প্রমুখ।
নবচেতনা / এমএআর