নাশকাতার মামলায় শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ পরিস্থিতিতে ঢাকা বিভাগীয় গণসমাবেশে মির্জা ফখরুলের জায়গায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গণসমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলন করেন। তখন তাকে জিজ্ঞেস করা হয় মহাসচিব যেহেতু কারাগারে এখন সমাবেশে প্রধান অতিথি কে হবেন? জবাবে খন্দকার মোশাররফ বলেন, সমাবেশের মাঠে গিয়ে দেখতে পারবেন, ব্যানারে নাম থাকবে।
সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। গণসমাবেশে প্রধান অতিথি কে হবেন এবং সভাপতিত্ব কে করবেন সে বিষয়ে তখনো দলের সিদ্ধান্ত হয়নি।
পরে এ বিষয়ে রাত সাড়ে দশটার সময় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সমাবেশের সময় দেখবেন কে প্রধান অতিথি থাকবেন, কে সভাপতিত্ব করবেন।
তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলেও জানান তারা।
তবে শনিবারের সমাবেশে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবের নামে কোনো চেয়ার খালি রাখা হবে কি-না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
নাশকাতার মামলায় শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় কারাগারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এদিকে, গত কয়েকদিন ধরে নয়াপল্টনে সমাবেশ আয়োজনের দাবিতে সরকার ও বিএনপির অনমনীয় মনোভাবের পর সৃষ্ট অচলাবস্থা অবশেষে নিরসন হয়েছে। রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ আয়োজনের অনুমতি পেয়েছে বিএনপি।
নবচেতনা /এমএআর