রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশ সংঘর্ষের ঘটনায় মকবুল নামে গুলিবিদ্ধ একজন মারা গেছেন।
ঢাকা মেডিকেলের পুলিশ ইনচার্জ বাচ্চু মিয়া আমার সংবাদকে এ তথ্য জানান।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘষের ঘটনা ঘটে।
এর আগে, এর আগে সকাল থেকেই বিএনপির কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মী অবস্থান করেন। দুপুর বারোটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি সংবাদ সম্মেলন করেন। এরপর সাড়ে বারোটার দিকে দুটো ট্রাক আসে।
তাতে মাইক ব্যানারসহ অস্থায়ী মঞ্চ দেখা যায়। এক পর্যায়ে মাইক্রোফোন ঘোষণা দেয়া নেতাকর্মীদের রাস্তায় বসে পড়তে দেখা যায়। মুহূর্তে কয়েক হাজার নেতা কর্মী রাস্তায় বসে পড়লে ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দূরে গিয়ে অবস্থান করেন। দুপুর দেড়টায় মাইক এ ঘোষণা দেয়া হয় সড়কের এই অবস্থান চলমান থাকবে।
এদিকে দুপুর দুইটার পর থেকে পুলিশকে মারমুখী অবস্থানে দেখা যাচ্ছে।
নবচেতনা /এমএআর