সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। আন্দোলনে হবে, নির্বাচনে হবে, ডিসেম্বরে হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। প্রস্তুত হয়ে যান। ১০ ডিসেম্বরের হাঁকডাক! পতন করবেন সরকারের! পতন! ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারেননি। তাদের ৮টা সমাবেশ এক করলেও আওয়ামী লীগের একটি সমাবেশের সমান হবে না।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা একটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ডাকে ভুয়া সমাবেশ। আওয়ামী লীগ সমাবেশ ডাকলেও বাস্তবে হয় মহাসমাবেশ। এটা হলো বাস্তবতা। ছাত্রলীগ আমাদের প্রথম যৌবনের প্রেম। ছাত্রলীগ আমাদের বার্ধক্যের নিঃশ্বাস। শেখ হাসিনা পরবর্তী জেনারেশনকে নিয়ে ভাবেন। তাই তার টার্গেট ২১০০ সাল।
ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গত ৪৭ বছরে সবচেয়ে সাহসী নেতার নাম কী? শেখ হাসিনা। গত ৪৭ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম কী? শেখ হাসিনা। গত ৪৭ বছরে জনপ্রিয় নেতার নাম কী? শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৭ বছরে সফল কূটনীতিকের নাম কী? শেখ হাসিনা। দেশের মানুষের দুশ্চিন্তায় প্রতিদিন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে শত্রুর মুখে ছাই দিয়ে।
১০ ডিসেম্বর ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব মহল্লায় পাড়ায়, জেলায়, মহানগরে, ইউনিয়নে, থানায় সব জায়গায় সতর্ক পাহারা। আগামীকাল থেকে। শেখ হাসিনার অঙ্গিকার। মানুষকে বাঁচাতে হবে। মানুষের জানমাল নিরাপদ করতে হবে। তাদের বিশ্বাস নাই।
নবচেতনা / এমএআর