রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শামীম হোসেন বাদী হয়ে এ মামলাটি করেছেন। মামলাতে ১৫ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। বিএনপি সংশ্লিষ্ট তিনজন এই মামলায় গ্রেপ্তার রয়েছে বলেও জানিয়েছে পল্টন থানা পুলিশ।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. সালাহউদ্দীন মিয়া বলেন, শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয় আসামিরা পরস্পর যোগসাজশে জনমনে আতঙ্কসৃষ্টি করে ব্যক্তি বা সম্পত্তি ক্ষতি করার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটায়। মামলাটি বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৬ ধারায় করা হয়। মামলায় ১৫ জন এজাহারনামীয় আসামি ও ৫০-৬০ জন অজ্ঞাত আসামি রয়েছে। এজাহারনামীয় আসামিরা সবাই বিএনপির নেতাকর্মী। এদের মধ্যে তিনজন আমাদের কাছে গ্রেপ্তার রয়েছে।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নয়া পল্টনে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনের সড়কে ডিভাইডারের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এর আগে বিকালে নয়াপল্টনে সমাবেশের সমর্থনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ মিছিলে নেতৃত্ব দেন।
এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমরা শুনেছি সন্ধ্যার দিকে পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে আমরা তদন্ত করছি।