বিএনপির আটটি সমাবেশের চেয়ে বেশি লোক হয়েছে আওয়ামী লীগের পলোগ্রাউন্ডের সভায় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
এসময় বিএনপিকে ‘নালিশ পার্টি’ আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কথা কেউ বিশ্বাস করে না। তাদের আটটি সমাবেশের চেয়ে বেশি লোক হয়েছে (আওয়ামী লীগের) আজকের পলোগ্রাউন্ডের সভায়। জনসমুদ্র তৈরি হয়েছে। চট্টগ্রাম জুড়ে মিছিল আর মিছিল। ফখরুল দেখে যান। আমির খসরু, নোমান সাহেব দেখে যান। ফখরুল খেলা হবে, হবে খেলা। বীর চট্টগ্রাম প্রস্তুত।
কাদের বলেন, যুদ্ধ আর মন্দার কারণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গরিব মানুষের কথা ভেবে ঘুমাতে পারেন না। তিনি তাদের বাঁচাতে নির্ঘুম রাত কাটান। আর ফখরুল বলেন- সরকারের ঘুম হারাম হয়ে গেছে। ফখরুল খেলা হবে, হবে খেলা। সংবিধান সংশোধনের দিবাস্বপ্ন ভুলে যান। তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলেন।
সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতা, মন্ত্রী-এমপিরা বক্তব্য রাখেন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ-তে সেনাবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন। এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবচেতনা /এমএআর