শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে মায়া আক্তার মৌ নামে ৬ষ্ঠ শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ১৬ আগষ্ট মঙ্গলবার সন্ধায় এ ঘটনা ঘটে। নিহত মৌ ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিহতের পিতা আব্দুল মান্নান পারিবারিক কাজে বাড়ীতে ছিলেন না। অপর দিকে মৌ এর মা তার নানার বাড়ীতে বেড়াতে যায়। অন্যান্য দিনের মত মায়া আক্তার মৌ শালচুড়া মহিলা মাদ্রাসার ছুটির পর বাড়ীতে চলে আসে। এসময় বাড়ীতে অন্য কোন লোকজন না থাকায় মৌ তার নিজ পড়ার রুমে সন্ধ্যার পর গলায় উড়না পেঁচিয়ে ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে আশপাশের লোকজন মৌ কে দেখতে ভীড় জমায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামানসহ অন্যান্য ইউপি সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। উল্লেখ্য যে, নিহত মৌ ২ বোন ১ ভাইয়ের মধ্যে সবার ছোট। সে স্থানীয় মহিলা মাদ্রাসায় মিজান (৬ষ্ট) শ্রেণীর ছাত্রী।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।