ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেছেন, ১৬ বৎসর আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। মামলা মোকাদ্দমা হয়েছে আমরা নেতাকর্মীরা মাঠে ছিলাম। ৫ ই আগস্টের পর নব্য বিএনপি ও আওয়ামী লীগের দালালরা মাঠে আবির্ভাব হয়েছে। তাদের দাপটে এখন মাঠের ত্যাগী নেতাকর্মীরা কোনটা হয়ে পড়ছে। তারা যত কিছুই বলুক দলে তাদের জায়গা হবে না। তাদের মনে রাখা উচিত বিএনপি শান্তিপ্রিয় ও জনগণের দল। আওয়ামী দালাল ও বিশৃঙ্খলা কারীদের কোন জায়গা হবে না। আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন। গত সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন উপজেলা কালিকচ্ছ ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন এড. নুরুজ্জামান লস্কর তপু। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী। কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ সরদার। সরাইল সদর ইউপি বিএনপির সভাপতি কাজল মিয়া সাধারণ সম্পাদক জাকারিয়া সহ দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু আরও বলেন, সরাইল সম্পর্কে মন্তব্য করার আগে জানা দরকার সরাইল ইতিহাস আর ঐতিহ্যের কথা। সরাইল কালিকচ্ছে জন্মগ্রহণ করেন ঐতিহাসিক ব্যক্তিরা। আমি সরাইল উপজেলার কালিকচ্ছ লস্কর বাড়ির সন্তান। আমার পরিবার নিয়ে যে কথা বলেন,আপনি লস্কর বাড়ির ইতিহাস জানেন। লস্কর বাড়ির ওজন বহন করার ক্ষমতা আপনার পরিবারের নেই। এডভোকেট তপু বলেন, উশৃঙ্খলা কথাবার্তা বা কারো চরিত্র হনন করা আমাদের পরিবার এই শিক্ষা আমাদেরকে দেইনি। রাজনৈতিকভাবে সুশৃঙ্খল বিএনপির রাজনীতি করি। আইন পেশা ও আল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছেন। আমরা অনেকের চরিত্র সম্পর্কে জানি। কিন্তু তা বলা আমরা ভালো মনে করি না। রাজনীতি আমরা জনগণের জন্য করি। জনগণকে সাথে নিয়েই আমরা মাঠে ছিলাম মাঠে আছি।