চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা উপকূলীয় চরভৈরবী আড়ত এলাকা থেকে ৩ হাজার ৮০০ কেজি (৯৫ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলু হকের নেতৃত্বে হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে আনুমানিক ৩ হাজার ৮০০ কেজি (৯৫ মণ) জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।