পিরোজপুরের নেছারাবাদে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. আল-আমিন শেখ ওরফে মুন্নাকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-৮।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরিশাল নগরীর চরকাউয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নেছারাবাদে নবম শ্রেণির ছাত্রীকে (১৬) প্রেমের ফাদে ফেলে মুন্না। গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে স্থানীয় জলাবাড়ি ইউনিয়নের রুবেলের মুরগির খামারের ফাঁকা ঘরে নিয়ে যায় সে। পরে সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে মুন্না ও তার সহযোগিরা।
এ ঘটনায় নির্যাতিতের মা বাদি হয়ে নেছারাবাদ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পুলিশ ওই মুরগীর খামারের কর্মচারী দবির শেখ ওরফে আকাশ নামে এক যুবককে গ্রেফতার করে। এর আগেই আত্মগোপন করে প্রধান আসামী মুন্না। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব-৮। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে এ মামলার প্রধান আসামি আল-আমিন শেখ ওরফে মুন্নাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুন্নাকে নেছারাবাদ থানায় সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।