আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনে মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের নিকট গৃহিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা জানিয়েছেন মনোনয়নপত্রের হলফনামায় মামলাসহ বিভিন্ন তথ্য গোপন, আয় ব্যয়ের হিসাব প্রদান না করা কিংবা হিসাবে গড়মিল দেখানো, মনোনয়নপত্রসহ বিভিন্ন ফরমে স্বাক্ষর না করাসহ বিভিন্ন যৌক্তিক কারনে এনএনপি’র ৩জন, বাংলাদেশ কংগ্রেস-এর ১ জন, বিএনএফ-এর ১জন, তৃনমুল বিএনপি’র ১জন এবং ১৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছেন রিটার্নিং অফিসার।
রিটার্নিং অফিসারের দেয়া তথ্য মোতাবেক নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৬ জন। তাঁদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয়পার্টির মোঃ আকবর আলী, জাকের পার্টির মোহাম্মদ আলী এবং স্বতন্ত্র পার্থী মোঃ মাজেদ আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এই আসনে স্বতন্ত্রপ্রার্থী খালেকুজ্জামান তোতা এবং সোহরাব হোসেনের মনোনয়ন বাতিল হযেছে।
নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনে মোট মনোনয়নপত্র দাখিল করেন ৯ জন। তাঁদের মধ্যে বাছাই পর্বে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামান সরকার, জাতীয়পার্টির মোঃ তোফাজ্জল হোসেন এবং জাকেরপার্টির এস জে এম আর ফারুখ-এর মনোনয়নপত্র গৃহিত হয়েছে। আপরদিকে ৬ জন স্বতন্ত্রপ্রার্থী আখতারুল আলম, মেজবাহুল আলম কাজল, মোঃ আজিজার রহমান, মোঃ আমিনুল হক, আইয়ুব হোসেন এবং কাজল চন্দ্র দাস-এর মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনে মনোনয়নপত্র দাখিল করে মোট ১১ জন। তাঁদের মধ্যে বাছাইয়ে আওয়ামীলীগ মনোনীত সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জাতীয়পার্টির মাসুদ রানা, জাকের পার্টির মোঃ আলাল হোসেন, তৃনমুল বিএনপি’র সোহেল কবির চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার এমপি ও মাহফুজা আকরাম চৌধুরী’র মনোনয়নপত্র রিটানিং অফিসারের নিকট গৃহিত হয়েছে। অপরদিকে এই আসনে এনপিপি’র স্বপন কুমার দাস, বিএনএফ’র জাবেদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী ডিএম মাহবুবুল মান্নাফ, শামিমুর রহমান ও ফিরোজ হোসেনের মনোনয়নপত্র বাতিল হযেছে।
নওগাঁ-৪ (মান্দা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদরে মধ্যে রিটার্নিং অফিসার আওয়ামীলীগের মনোনীত এ্যাড. নাহিদ মোরশেদ, জাতীয়পার্টির মোঃ আলতাফ হোসেন, জাকের পার্টির মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেস-এর মোঃ আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি ও এস এম ব্রহানী সুলতান মাহমুদ-এর মনোনয়নপত্র গ্রহণ করেছেন। পক্ষান্তরে এই আসনে বাংলাদেশ কংগ্রেস-এর কামাল পারভেজ এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ প্রামানিক, আফজাল হোসেন ও মোঃ জিয়াউল হক-এর মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে।
নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে মোট মনোনয়নপত্র দাখিল করেন ৭ জন। তাঁদের মধ্যে বাছাইপর্বে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জাতীয়পার্টির ইফতারুল ইসলাম বকুল, জাকের পার্টির মশিউর রহমান, জাসদের আজাদ হোসেন মুরাদ এবং স্বতন্ত্র হিসেবে দেওয়ান ছেকার আহম্মেদ শিষান ও মোঃ আব্দুল মালেক-এর মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে। বিভিন্ন ত্রুটির কারনে এই আসনে একমাত্র এনপিপি’র প্রার্থী খন্দকার আমিনুর রহমান ফ্রবেল-এর মনোনয়ন বাতিল হয়েছে।
নওগাঁ ৬ (রানীনগর-আত্রাই) আসনে মোট মনোনয়নপত্র দাখিল করেন ১২ জন প্রার্থী। বাছাইপর্বে মোট ৮জন প্রার্থীর মনোনয়পত্র গৃহিত হয়েছে। তাঁরা হলেন আওয়ামীলীগের মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি, জাতীয়পার্টির আবু বেলাল হোসেন জুয়েল, তৃনমুল বিএনপি’র পি কে আব্দুর রব, বাংলাদেশ কংগ্রেস-এর সরদার মোঃ আব্দুস সাত্তার, জাকের পার্টির রবি রায়হান এবং স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মোঃ নওশের আলী, এ্যাড, ওমর ফারুখ ও জাহিদুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। অপরদিকে স্বতন্ত্র ৩ জন প্রার্থী শাহজালাল উদ্দিন, এম এ রতন ও মোঃ নাহিদ ইমলামের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে।