সড়ক দুর্ঘটনায় আড়পাড়া গ্রামের ইজিবাইক চালক আব্বাস মল্লিক (৪৫) নিহত হয়েছে তার আরেক নাম ডিস আব্বাস। ব্রেকে একটি ট্রাকের পিছনের চাকার চাপা পড়লে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮,৩০ মিনিটের সময় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ওয়াপদা থেকে খালি ইজিবাইক নিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাসষ্টান্ডে আসার সময় গড়াই ব্রীজ এর উপর থেকে ঢাকা থেকে আসা মাগুরাগামী খালি বি.আর.টি.সি ট্র্যাকের (ঢাকা মেট্রো-ট-২২-৭৫১৪) চালানো অবস্থায় ব্রেকে পিছনের চাকা ঘুরে চাকার ধাক্কা খেয়ে ইজিবাইক ট্র্যাকের ভিতরে গিয়ে মাথায় গুরুতর আঘাত খেয়ে মাথা ফেটে গড়াই ব্রীজ এর উপর নিহত হয়েছে। করিমপুর হাইওয়ে পুলিশের এ এস আই হোম ক্রি জানান, ইজিবাইক চালক মাগুড়া জেলার ওয়াদা মোড় থেকে ইজিবাইক নিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার নিজ এলাকা কামারখালীতে ফেরার পথে গড়াই সেতুর উপর আসলে ফরিদপুর থেকে মাগুড়াগামী একটি বি আর টি সি ট্র্যাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫১৪) এর পিছনের চাকার নিচে ইজিবাইক চলে গিয়ে ঘটানস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু ঘটে। নিহত আব্বাস মল্লিক আড়পাড়া গ্রামের সামছেল মল্লিকের ছেলে। তার স্ত্রী এবং তার নাবালক ২ মেয়ে ও ১টি ছেলে সন্তান আছে। পুলিশ জানায়, মাগুরা জেলার ওয়াপদা থেকে ইজি বাইক নিয়ে কামারখালী ফেরার পথে গড়াই ব্রীজের উপর খালি ইজিবাইক টেনে এলে অপর ঢাকাগামী খালি চলন্ত বি.আর.টি.সি গাড়ী গড়াই ব্রীজের ব্রেকের চাপে গাড়ী ঘুরে পিছনের চাকার ধাক্কায় গুরুতর আঘাতে মাথা ফেটে গড়াই ব্রীজ এর উপর ইজিবাইক চালক আব্বাস মল্লিক ব্রীজের উপর মারা যায়। মৃতে্যুর সংবাদ পেয়ে মধুখালী থানার এস. আই. প্রবীর সরকার , কানাইপুর পুলিশ ফাঁিড়র এস.আই. কাওছার আহম্মেদ , এ. এস. আই হোমক্রি, ডি.এস.বি এস.আই. রইজ ও আশিক এর ফায়ার সার্ভিস এবং গ্রামপুলিশের সার্বিক সহযোগীতায় লাশ ট্রাকের ভিতর থেকে উদ্বার করে। পরে মধুখালী থানা পুলিশ লাশ থানায় নিয়ে যায়। তার আগ পর্যন্ত প্রায় রোডে ২ঘন্টা গাড়ী যানজট ছিল পরে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ও কানাইপুর ফাঁিড় পুলিশের র্রেকার দিয়ে ট্র্যাক সরিয়ে গাড়ী চলাচল স্বাভাবিক করেন।