গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এদিন উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে সকাল ১০টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি থেকে হাজার হাজার মোটর সাইকেলের একটি বিশাল বহর নিয়ে এ কর্মসূচি শুরু হয়। সেখানে বক্তব্যে সাবেক সাংসদ বলেন, অবরোধে জনগণের সাড়া নেই। বিএনপি-জামায়াত যেন কোনো নৈরাজ্য করতে না পারে, সেজন্য আমরা রাস্তায় আছি। অধ্যক্ষ আবুল কালাম আজাদ গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহর, কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা ও চাপড়ীগঞ্জ, দরবস্ত ইউনিয়নের কোমরপুর ও কালিতলা, তালুকানুপুর ইউনিয়নের বালুয়া বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেন। উপজেলার গুরুত্বপূর্ণ ২টি স্থানে প্রতিবাদ পথসভা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সাবেক সাংসদের নেতৃত্বে মাঠে সরব হয়ে ওঠেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ পথসভা হয়। অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বিএনপি-জামায়াত যাই করুক, জনগণের ম্যান্ডেট নিতে পারবে না। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। আওয়ামী লীগের সঙ্গে থেকে জনগণ কাজ করে যাচ্ছে। অবরোধকারীরা জনগণের যাতে ক্ষতি করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি।