বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করে কালো পতাকা গণমিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর তৈরি অস্থায়ী মঞ্চে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পরে বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টন মোড় থেকে বিএনপির ঢাকা দক্ষিণ মহানগর শাখার উদ্যোগে মিছিল শুরু হয়। মিছিলটি নারিন্দা এলাকায় গিয়ে শেষ হবে।
এদিকে, ঢাকা উত্তর মহানগর বিএনপিও বিকেল ৪টায় কালো পতাকা হাতে আরেকটি গণমিছিল বের করে, যা শ্যামলী মোড় থেকে শুরু হয়ে মোহাম্মদপুরের বসিলায় গিয়ে শেষ হবে। মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে বেলা ১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।