গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কের পাশে আধা শতাংশ জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে মোতাল্লিব মুন্সি (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌরশহরের মহেষপুর সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় নিহতের দুই ভাই মোবাই মুন্সি (৪০) ও আরিফ মুন্সি (২৮)আহত হয়েছেন । তাঁরা মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে। স্থানীয়রা জানান, ওই এলাকায় ঢাকা – রংপুর মহাসড়ক সংলগ্ন আধা শতক জমির মালিকানা নিয়ে আব্দুল মান্নান ও মোতাল্লিবের বিরোধ চলছিল।আজ সকালে উক্ত জমিতে নির্মাণকাজ করতে যান আব্দুল মান্নান। এতে মোত্তালিবসহ তার ভাইয়েরা বাধা দেন। এ সময় দু পক্ষের মাঝে মারামারি শুরু হয় প্রতিপক্ষের এলোপাতাড়ি লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোত্তালিব মুন্সি। আহত দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাত হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মান্নানসহ তাঁর স্ত্রী রাশিদা বেগম, ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।