মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা স্কাউট পরিবার । মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা স্কাউট পরিবার এর আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন ও অনুষ্টান সঞ্চালনায় ছিলেন বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী বক্তব্য দেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা । এ ছাড়া আরো বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজির হোসেন মৃধা, জাহাপুর স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, আশাপুর সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশার (ভূমি) শামীম আরা, উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার রাশেদুল ইসলাম সহ আরো অনেকে। মানপত্র পাঠ করেন সিনিয়র শিক্ষক দিপংকর পাল। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী অতিথি সম্পর্কে বলেন,পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন অত্যন্ত দক্ষ ও মেধাবী অফিসার। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তার সুপরিকল্পিত কার্যক্রমের জন্য মধুখালী উপজেলাবাসী সব সময়ই তাকে স্মরণ রাখবে। আমরা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য মঙ্গল কামনা করি এবং তার সুন্দর ভবিষ্যত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন। সবাই তার উত্তরাত্তর জীবনের মঙ্গল কামনা করেন । পরে মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলের তোরা, ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়। এ ছাড়া আনুষ্টানিকভাবে বদলী জনিত বিদায় সংবর্ধনা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রদান করা হয়েছে বৃহস্পতিবারেও । সবশেষে সবার জীবনের মঙ্গল কামনা করে বদলীজনিত সংবর্ধনা অনুষ্টান শেষ করা হয়।