শোকাবহ আগস্ট উপলক্ষে এবং শহীদের স্মরণে কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩ আগস্ট বুধবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে এ শোক সভা অনুষ্ঠিত হয়। এ শোক সভার শুরুতেই ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের এবং ২১ আগস্টের গ্রেনেট হামলায় আইভি রহমানসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ শোক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদল মিয়া এবং সাংবাদিক মোঃ শেখ পারভেজের মা সাহেদা বেগমের মৃত্যূতে শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শোক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ নিজামুল আলম মোরাদের সভাপতিত্বে শোক সভায় সহ-সভাপতি শহীদুল আলম মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,সহ-সভাপতি মোঃ শরাফত হোসেন লাবলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, আবুল বাশার মোল্যা সদর ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিল্টন খান,সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, ইবাদুল রানা, সদস্য এম এ জামান, মোঃ পান্নু শিকদার, বায়তুল হাসান চৌধুরী, রায়হান মুন্সী, জসিম প্রমুখ।