মৌলভীবাজারে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। মঙ্গলবার ১৫ ই আগষ্ট উপলক্ষে সকাল ৮ ঘটিকার সময় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার- ও রাজনগর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ডা. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো: মনজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ, মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটুসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমুহ। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার সকল মসজিদ,মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।