প্রধানমন্ত্রীর এপিএস-২ হাফিজুর রহমান লিকুর নাম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে ডিবির সাইবার টিম রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে।
তারা হলেন- মজিবুর রহমান খন্দকার (৭৩) এবং তার ছেলে জাহিদুর রহমান খন্দকার (৪১)।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাইফুর রহমান আজাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এপিএস হাফিজুর রহমান লিকুর নাম ব্যবহার করে প্রতারণা করতেন গ্রেপ্তার ব্যক্তিরা। তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, বদলি, নিয়োগ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এ ছাড়া তারা বিভিন্ন প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলেও টাকা আত্মসাৎ করেছেন।
ডিবি জানায়, জাহিদুর রহমান নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ হাফিজুর রহমান লিকু পরিচয়ে মানুষের সঙ্গে কথা বলতেন। এপিএস পরিচয়ে নিজের বাবার সঙ্গেও প্রতারণা করেছেন। তিনি বাবাকে বলেছিলেন, তার সঙ্গে হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরে লিকু সেজে ফোনে মজিবুরের সঙ্গে কথা বলেন তিনি।
এ ছাড়াও জাহিদুর নিজেকে জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। অন্যদিকে জাহিদুরের বাবা মজিবুর রহমান কখনও ব্যবসায়ী, কখনও হোমিওপ্যাথি চিকিৎসক, কখনও অবসরপ্রাপ্ত মেজর পরিচয়ে প্রতারণা করতেন।