চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বড় দারোগারহাট সহস্রধারা ঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতের দিকে বড় দারোগারহাট সহস্রধারা ঝর্ণা এলাকা থেকে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়,গত বছরের ২০ নভেম্বর ২০২২, সন্ধ্যায় সীতাকুণ্ডের নুনাছড়া বটতলা পেট্রলপাম্প-সংলগ্ন মৃদুলা হোটেলের ভেতরে যুবলীগ নেতা ইউসুফকে বাবলু ও আলমগীরসহ তাদের সঙ্গে থাকা সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় মামলা দায়েরের পর তারা আত্মগোপনে চলে যায়।শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থানের খবর পেয়ে বড় দরোগারহাট সহস্র ধারা ঝর্ণার সংলগ্ন স্লুইস গেট এলাকায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি টিম অভিযান চালায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।পরে তাঁদের দেহ তল্লাশি করে দুটি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা আসামীরা হলেন,সীতাকুণ্ডের পৌর সদরের মধ্যম এয়াকুবনগর এলাকার মৃত নুরুল আবছারের পুত্র রবিউল হোসেন ওরফে বাবলু (৩২) এবং একই এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র মো. আলমগীর হোসেন ওরফে পিস্তল আলমগীর (৩২)।তাদের বিরুদ্ধে ২০১৩-২০১৪ সালের অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে যুবদলের ক্যাডার বাবলুর বিরুদ্ধে ডাকাতি, খুন, নাশকতাসহ বিস্ফোরক দ্রব্য আইনে ১৩টি মামলা এবং আলমগীরের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে, যার মধ্যে বাবলুর বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং আলমগীরের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর রোববার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।উক্ত বিষয়টি নিশ্চিত করেন,সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।