ঢাকা জেলা (উত্তর) ডিবি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি’র ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, গত বুধবার (১৪ জুন) রাত ৮টা ৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকা থেকে ডিবি’র উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম এর একটি টিম অভিযান পরিচালনা করে মাদকসহ একজনকে গ্রেফতার করেন। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম ওবায়দুর রহমান (৪২)। সে বনানী থানাধীন গুলশান স্কুল রোড এলাকার মৃত আবদুল বারেক এর পুত্র। বার্তা বাজারকে ডিবি উত্তর এর ওসি জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার (১৪ জুন) আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইন সহ ওবায়দুর রহমানকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।