বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং-বি-১৯৬৫ (জাতীয় শ্রমিক লীগে অমত্মর্ভূক্ত) রংপুর সার্কেল কমিটি কর্তৃক আয়োজিত মোঃ আবুল কালাম আজাদ নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রংপুর সার্কেল, রংপুর কে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
সোমবার (১২ জুন ২৩) রাধাবল্লভ অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ কুমার সাহা, নির্বাহী প্রকৌশলী, DPHE রংপুর বিভাগ, রংপুর ও মোঃ সোহেল রানা, সিনিয়র কেমিষ্ট, রংপুর আঞ্চলিক পানি পরীক্ষাগার, রংপুর। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মোঃ মোফাজ্জল হোসেন, কার্যকরী সভাপতি, কৃপাণাথ পাল, যুগ্ম-সম্পাদক, মোঃ বেনজির আলী, কোষাধ্যক্ষ, পিযুষ রায়, সহ-সম্পাদক এছাড়াও রংপুর সার্কেলের ৮ টি জেলা শাখা কমিটির নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ বলেন অত্র সংগঠন অধিদপ্তরে কর্মচারীদের উন্নয়নের স্বার্থে কাজ করছে। অধিদপ্তরের উন্নয়নমূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করে সরকারের উন্নয়ন জনগনের কাছে পৌছে দিচ্ছে। তিনি জানান অত্র সংগঠন জাতীয় শ্রমিকলীগে অন্তর্ভূক্ত সংগঠন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। প্রধান অতিথি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং নিজ কর্তব্য কাজ কে ভালবাসতে হবে, কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। কর্মচারীদের যে কোন সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি স্বাক্ষাৎ করতে পারবেন। তিনি জানান সরকারের উন্নয়নমূলক কাজ অত্র অধিদপ্তর কর্তৃক বাসত্মবায়িত কার্যক্রম জনগণের কাছে পৌছে দেয়া লক্ষ্য সকলকে কাজ করার নির্দেশ প্রদান করেন।