প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিক গত বুধবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে যোগদান করেন। উক্ত পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮০ সালে রাণীনগর উপজেলার আবাদপুকুর হাইস্কুল থেকে ১ম বিভাগে এসএসসি এবং ১৯৮২ সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ১ম বিভাগে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ১৯৮৭ সালে তৎকালীন বিআইটি, রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে বি.এস-সি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন এবং ১ম শ্রেনীতে ১ম স্থান অধিকার কওে আউট স্ট্যান্ডিং রেজাল্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট থেকে গোল্ড মেডেল প্রাপ্ত হন। ২০০৪ সালে ভারত সরকারের কলম্বো প্লান স্কলারশীপে ডেপুটেশন এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, রুরকী (ওওঞ, জড়ড়ৎশবব, ওহফরধ) থেকে এম.এস-সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেও তিস্তা ব্যারেজ প্রকল্পে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। ৩৪ বছর চাকরি জীবনে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্প, রংপুর; মুহুরী ইরিগেশন প্রকল্প, ফেনী; খুলনা-যশোর নিষ্কাশন প্রকল্প, কর্ণফুলী সেচপ্রকল্প, সুনামগঞ্জের হাওড় অঞ্চল, বিশ^ ব্যাংকের অর্থায়িত যমুনা রিভার ব্যাংক প্রটেকশন প্রকল্প, বগুড়া,নকশা, জাপানি অর্থায়নে (ঔওঈঅ) রিভার ম্যানেজমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক, দক্ষিণ-পূর্বাঞ্চল, বাপাউবো, চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলী এবং মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তওে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩৪ বছর চাকুরিকালীন সময়ে তিনি দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, ভিয়েতনাম ও ভারতে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিক ১৯৬৪ সালে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কয়াকুঞ্চিগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (ওঊই) এর আজীবন ফেলো।