তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সকে স্নাতক ডিগ্রিতে রুপান্তর, সেবা কেডার গুলো অনতিবিলম্বে চালু করা, ৩০% ঝুঁকি ভাতা প্রদান, শিক্ষার্থীদের ইন্টানশিপ ভাতা ২০,০০০/- টাকা প্রদান, বেসরকারি নার্সিং কলেজ বন্ধসহ দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) রংপুর বিভাগ। বুধবার সকাল ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতে একটি মিছিল নিয়ে মেডিকেল মোড়ে এসে মানববন্ধন করেন তারা। মানববন্ধন বিএনএ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সম্পাদক শফিউজ্জামান রিপন, স্বাধীনতা নার্সেস পরিষদ (রচিমহা) সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন (রচিমহা) সভাপতি নাকমুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা, স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন রংপুর নার্সিং কলেজের সভাপতি মেহেদী হাসান প্রমূখ। মানববন্ধনে হুশিয়ারি দিয়ে নেতারা বলেন দাবি দ্রুত সময়ের মধ্যে আদায় না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।