নাটোরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভাঙচুর করা হয়েছে বিএনপির মঞ্চ।
আহতেদের মধ্যে শরীফ নামে এক যুবদল কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি।
কর্মসূচির প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তি মিছিল ওই এলাকায় পৌছাঁয়। তখন একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় বিএনপির মঞ্চ ভাঙচুর করা হয়। উভয় পক্ষের মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।