নাটোরের নলডাঙ্গায় শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে (১৪) ধর্ষণের দায়ে মোঃ আজাদ (৫৪) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুর্বমাধনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত আজাদ উপজেলার পুর্ব মাধনগর গ্রামের মৃত ছাবের আলীর ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আকবর হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, গত ১০ জুলাই (সোমবার) প্রতিবন্ধী ওই শিশুটি তার সহপাঠি প্রতিবেশি আজাদের নাতনীর সন্ধানে তাদের বাড়িতে যায়। এসময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে আজাদ প্রতিবন্ধী শিশুকে একাকী পেয়ে তার শয়ন ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ অবস্থায় ওই শিশুটি ডাক চিৎকার দিতে গেলে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় আজাদ। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ওই শিশুটি। আর মৃত্যুর ভয় দেখানোর কারনে ওই শিশু প্রথমে পরিবারের কাউকে ধর্ষণের কথা জানায়নি। পরে শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে বিষয়টি গত ১৭ জুলাই (সোমবার ) তার মাকে খুলে বলে। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় হৈচৈ পড়ে যায়। এনিয়ে স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন আজাদ। পরে এই ঘটনায় ওই শিশুটির বাবা সোহেল রানা ওরফে সেন্টু বাদি হয়ে আজাদকে অভিযুক্ত করে বুধবার সন্ধ্যায় নলডাঙ্গা থানায় একটি ধর্ষন মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ধর্ষক আজাদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওই শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আজাদের বিরুদ্ধে এলাকায় এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে।