নাটোরে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। পাবনা-নাটোর মহাসড়কের খেজুরতলা এলাকায় শনিবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নজরুল ইসলামের ছেলে চালকের সহকারী আনারুল ইসলাম রয়েছেন। তবে অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনির আহম্মেদ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলি পরিবহনের যাত্রীবাহী একটি বাস মধ্যরাতে খেজুরতলায় পৌঁছালে নাটোরগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিশি খাতুন জানান, ফায়ারকর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।