চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নের গোলাপের দোকান এলাকায় কৃষ্ণখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার ১০টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষ্ণখালীর কিনারে অবৈধভাবে গড়ে উঠা বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয় এবং নিজস্ব ব্যবস্থাপনায় ভেঙ্গে নেয়ার শর্তে বেশ কয়েকজনকে ক্ষেত্রবিশেষে ২৪ ঘন্টা থেকে ৭ দিন পর্যন্ত সময় দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান,এলাকার বেশ কয়েকজন কৃষক জেলা প্রশাসক মহোদয়ের নিকট কৃষি সেচের জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণখালী দখল উচ্ছেদের আবেদন করেন। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশগ্রহণ করেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নিজাম উদ্দিন ও বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসেন, ইউপি সদস্যগন এএসআই সুমন হোসেনসহ মদুনাঘাট পুলিশ ফাড়ির একটি দলঅভিযানে সহযোগিতা করেন।