বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে
বরিবার (১৯ শে ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রিদম-আবিদ গ্রুপের সাথে রাফি-নাভিদ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে রাফি-নাভিদসহ তাদের গ্রুপের কর্মীরা তাদের উপর পাল্টা হামলা চালায়। এভাবে দুই গ্রুপের ভিতর চার দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রুপাতলি কোচিং সেন্টার ভাড়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ কর্মীর সাথে বাড়ির মালিক ও স্থানীয়দের কথাকাটাকাটি হয়। তার প্রেক্ষিতে ঐদিন স্থানীয়দের পক্ষ নেওয়ায় রিদম -আবিদ গ্রুপের সাথে রাফি- নাভিদ গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। গতরাতে ক্যাম্পাসে এ বিষয়ে বসাবসির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হামলা পাল্টা হামলা ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বহারাগতদের নিয়ে রিদম আবিদ গ্রুপ সিফাত- নাভিদের উপর হামলা করে। তার প্রেক্ষিতে রাফি- নাভিদ গ্রুপ আবিদ রিদম গ্রুপের উপর হামলা করে।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের আল সামাদ শান্ত, মাহমুদুল হাসান তমাল, নাওয়ার হক, সরোয়ার আহমেদ সাইফ সহ ৭-৮ জন রিদম- আবিদ সহ বহিরাগতদের প্রটোকল দিয়ে ক্যাম্পাসের বাহিরে বের করে দেওয়ার অভিযোগ করে রাফি নাভিদ গ্রুপ। পরবর্তীতে রাফি- নাভিদ গ্রুপ শান্ত-তমাল গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হলের ফ্লোরে ফ্লোরে শোডাউন দেয় উভয়পক্ষ।