বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব প্রয়াত অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাকারিয়া স্বপন স্মৃতি সংসদের উদ্যোগে মরহুমের নিজ বাড়ি ময়মনসিংহের ত্রিশালের পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে শ্রদ্ধা নিবেদনকালে অত্র বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চিকিৎসক পরিষদ শাখার সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়াদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, সহকারী অধ্যাপক ডা. শাহ মোঃ জাকির হোসেন সুমন, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আবিদ, সহকারী অধ্যাপক ডা. আশীষ কুমার সরকার, ডা. জাহান শামস নিটোল, কর্মকর্তা ডা. বেলাল হোসেন সরকার, মোঃ আলমগীর হোসেন, মোঃ বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে মরহুমের কবর জিয়ারত করা হয়। এছাড়া পবিত্র ফাতেহা পাঠ করা হয়। এদিকে মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে প্রয়াত অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত উক্ত দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রয়াত অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাকারিয়া স্বপন স্মৃতি সংসদের উদ্যোগে সিলেটের বালাগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া, কুচ্ছিার দৌলতপুর, চাঁদপুর, শরীয়তপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।