ব্যবসায়িক রফিক হত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গায় উত্তাল জনমনে ক্ষোভ, থমথমে পরিবেশ ও আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে। বুধবার সকালে পতেঙ্গা শাহ আমানত বিমান বন্দর সড়কে তরুন ব্যবসায়ী রফিক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী শত শত নারী ও পুরুষ সহ সর্বস্তরের সাধারন মানুষ। মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী বলেন গত ০৮ ফেব্রুয়ারী দক্ষিণ পতেঙ্গার বাটারফ্লাই এলাকায় নৃশংসভাবে জলদস্যু মোঃ ইলিয়াস ও তার সন্ত্রাসী বাহিনী দির্ঘদিনের বিরোধের জের ধরে তরুন ব্যবসায়ী রফিককে হত্যা করেন। এ ব্যাপারে নিহত রফিকের ভাই আব্দুর নুর বাদী হয়ে গত ০৯ই ফেব্রুয়ারী পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরে পুলিশ তিন জন কে গ্রেফতার করলেও মূল আসামীরা প্রকাশ্যে ঘুরছে। মামলার অন্যান্য আসামীরা হলেন- রফিকুল ইসলাম তুষার, মোঃ রুস্তুম আলী, মোঃ নুরুল হুদা, মোঃ সেলিম, মোঃ আলাউদ্দিন, মোঃ তৌহিদুল ইসলাম প্রকাশ টিশন, মোঃ জসিম, মোঃ ফারুক, মোঃ নেজাম, মোঃ শাফি, মোঃ রবি, মোঃ আজিজ, মোঃ সাইদুল আলম, মোঃ আব্দুর রহিম, মোঃ জাহাঙ্গির, মোঃ দিল মোহাব্বত প্রকাশ দ্বীন মোহাম্মদ, মোঃ এসকেন্দার। এলাকাবাসীরা আরও বলেন হত্যাকান্ডের কারনে শান্ত পতেঙ্গার পরিবেশ অশান্তি ও আতঙ্ক বিরাজ করছে এবং পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মানব বন্ধনে নিহত রফিকের স্ত্রী ও এলাকাবসী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ফাঁসির দাবি জানান।