বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইইই (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং) ডে-২০২৩ উদযাপিত হয়েছে। ইইই ক্লাব অব এইসএসটিইউ এর আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের সামনে থেকে হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইইই বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র্যালি শেষে দিনটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এর সম্মুখে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় বেলুন উড্ডয়ন করেন। পরবর্তীতে টিএসসি’র নিচ তলায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের সম্মানিত ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর আদিবা মাহজাবিন নিতু, ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। সভাপতিত্ব করেন ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জামিল সুলতান, উপস্থাপনা করেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান উপস্থিত সকলকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজকের দিনটি ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে সিএসই অনুষদের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে।
বক্তব্য শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান ইইই এক্সিবিসন ঘুরে দেখেন।
এক্সিবিশন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়, রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, অন্যান্য প্রজেক্ট শোকেশিং এন্ড প্রেজেন্টেশন। অনুষ্ঠানে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার (লুডু এবং রুবিক্স কিউব) আয়োজন করা হয়। এরপর ইইই ক্লাবের পক্ষ থেকে এলামনাই চা আড্ডার আয়োজন করা হয়।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানটি ১৫ ফেব্রুয়ারি (বুধবার) পর্যন্ত দুই দিন ব্যাপী আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিনের অংশ হিসেবে রয়েছে আইটি কুইজ, অনলাইন সেমিনার, পুরস্কার বিতরণী, নবীন বরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।