জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষন ও মিশন বাস্তবায়নে আধুনিক দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার প্রসার ও উন্নয়নে কাজ করে যাচ্ছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। আর শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মো: রেজাউল করিম। এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকে মজবুত ও টেকসই উন্নয়নে দেশকে বিশ্বের কাছে আলাদাভাবে পরিচিত করে তুলবে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে যে অগ্রগতি সাধিু হয়েছে তা চোখে পড়ার মতো। এই পরি¯ি’তিতে কূট-কৌশলী একটি মহল নিজেদের স্বার্থ রক্ষায় অধ্যক্ষকে হেয় প্রতিপন্নসহ প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন করার পায়তারা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। একসময়ের ঝরেপড়া শিক্ষার্থীরা আজ এই ইন্সটিটিউটের মাধ্যমে শিক্ষার্জন করে সমাজ ও বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে নরসিংদীতে অসংখ্য তরুণীদের বাল্য বিয়ের মতো নির্মম জীবন বেছে নিতে হতো। আজ কারিগরি শিক্ষার প্রসারে এই ইন্সটিটিউটের মাধ্যমে শিক্ষার্জন করে দেশের স্বনামধণ্য কোম্পানীগুলোতে ভালো পদে চাকুরী করছে তারা। ফলে বদলে গেছে তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনমাণ। আন্তর্জাতিক চাহিদা মাথায় রেখে দক্ষ ও মানসম্মত জনবল সৃস্টি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষকগণও। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মো: রেজাউল করিম যোগদানের পর থেকে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলে প্রতিষ্ঠানটিতে ব্যাপক হারে বাড়ছে শিক্ষার্থী। সকল মহলের মতামত নিয়ে প্রতিষ্ঠানে যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে অভূতপূর্ব উন্নতি সাধনে সক্ষম হয়েছেন অধ্যক্ষ রেজাউল করিম। ঝরেপড়া নারী শিক্ষার্থীদের মাঝেও স্ব-উদ্যোগে কাজ করে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশের একটি নতুন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনোরম পরিবেশে বিশ একর জমির ওপর ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। মাত্র চারটি টেকনোলজি (সিভিল, কম্পিউটার, ফুড ও রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং) নিয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের পাঠদান চালু হয়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী ৫টি টেকনোলজি কোর্স চলমান রয়েছে। এরমধ্যে ইলেকট্রিক্যাল কোর্সটি নতুন যুক্ত হয় ২০১৬ সালে। পাঁচতলা বিশিষ্ট মূল ক্যাম্পাসের দুইটি ভবনে অফিস, লাইব্রেরীসহ আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব ¯’াপন করা হয়েছে। এছাড়া দুইটি ওয়ার্কশপ ভবন ও ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অডিটোরিয়াম রয়েছে। মূল ভবনের সামনে নির্মাণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও শহীদ মিনার। একাডেমিক টেকনোলজিসমূহের মধ্যে রয়েছে সিভিল, কম্পিউটার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং(আর.এ.সি), ফুড টেকনোলজি ও ইলেকট্রিক্যাল কোর্স। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষক ৩৪ জন ও ২ হাজার ৪শত জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আধুনিক, মানসম্মত ও দেশের চাহিদা পূরণে দক্ষ জনবল হিসেবে যুগোপযোগী করে তুলতে বিভিন্ন কোর্সের পাশাপাশি শীঘ্রই টেলিকমিউনিকেশন টেকনোলজি কোর্স চালু করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মো: রেজাউল করিম ।