এইচএসসি পরীক্ষায় এবার রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পাসের হার ৮৭.৬২ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১৮ জন।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজটির নোটিশ বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল টাঙিয়ে দেওয়া হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী এ বছর সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৯২৩ পরীক্ষার্থী।
এর মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা ৩৬২ জন এবং পাস করেছে ১৬৮৫ জন।
বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ৩১৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৫ জন।
মানবিক থেকে পরীক্ষা দিয়েছে ৮১২ জন, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৬ জন।
ব্যবসায় বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ৫৬০ জন, যেখানে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা ৪৭ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবছর সোহরাওয়ার্দী কলেজে কমেছে পাশের হার এবং বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা। গত বছর সোহরাওয়ার্দী কলেজের পাশের হার ছিল ৯৭.৬৪ শতাংশ এবং জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা ছিল ৯৫ জন।